Admission


Admission

বিভাগ সমূহ
আরবী বিভাগ : নূরানী, নাজেরা, হিফজুল কুরআন, প্রাথমিক কওমী
জেনারেল বিভাগ : প্লে, নার্সারী, ১ম শে’ণি, ২য় শে’ণি, ৩য় শে’ণি, ৪র্থ শে’ণি ও ৫ম শে’ণি
কিতাব বিভাগ শুধুমাত্র মেয়েদের জন্য : শুরু হতে কুদুরী জামাত পর্যন্ত


প্রাক প্রাথমিক/প্লে-নার্সারী/
সংক্ষিপ্ত পরিচিতি
অল্পবয়সী শিক্ষার্থীদের জন্য মাদরাসার সময়সূচি (সকাল ৮.০০টা থেকে রাত ৮.০০টা পর্যন্ত)। এ শাখার
শিক্ষার্থীদেরকে এক বছরে শুধু নুরানি কায়দার নির্ধারিত অংশ পড়ানোর পাশাপাশি জেনারেল পাঠ্যপুস্তক যুক্ত
রয়েছে।
(১) সকাল ৮.০০টা থেকে দুপুর ১২.০০টা।
(২) দুপুর ২টা থেকে রাত ৮.০০টা।


সংক্ষিপ্ত সিলেবাস
নুরানি কায়দা, আম্মাপারা, ৪ কালিমা, অর্থসহ হাদীস শরীফ মুখস্থ (১০টি), মাসনুন দু‘আ, নামাযের মাসায়েল।
শিশু শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি।


প্রয়োজনীয় তথ্য ও ভর্তির যোগ্যতা
সর্বোচ্চ মেয়াদ : ১ বছর
ভর্তির জন্য নূন্যতম বয়স : ৫ বছর
ভর্তির জন্য সর্বোচ্চ বয়স : ৫ বছর
ভর্তির জন্য যোগ্যতা : প্রযোজ্য নয়।
 


মকতব বিভাগ
সংক্ষিপ্ত পরিচিতি
মকতব বিভাগে নুরানী পদ্ধতির পাঠদানের অনুসরণ করা হয়। তবে জেনারেল বিষয়ে সম্পূর্ণ সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের পাঠ্যবই পড়ানো হয়। এ বিভাগে সর্বনিম্ন ৬-৭ বছর বয়সী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
মকতব বিভাগ
সংক্ষিপ্ত পরিচিতি
মকতব বিভাগে নুরানী পদ্ধতির পাঠদানের অনুসরণ করা হয়। তবে জেনারেল বিষয়ে সরকারী প’াথমিক বিদ্যালয়ের
পাঠ্যবই পড়ানো হয়। এ বিভাগে সর্বনিম্ন ৬-৭ বছর বয়সী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
সংক্ষিপ্ত সিলেবাস
নুরানি কায়দা, আম্মাপারা, ৪ কালিমা, অর্থসহ হাদীস শরীফ মুখস্থ (১০টি), মাসনুন দু‘আ, নামাযের মাসায়েল।
শিশু শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজি।
প্রয়োজনীয় তথ্য ও ভর্তির যোগ্যতা
সর্বোচ্চ মেয়াদ : ১ বছর
ভর্তির জন্য নূন্যতম বয়স : ৫ বছর
ভর্তির জন্য সর্বোচ্চ বয়স : ৭ বছর
ভর্তির জন্য যোগ্যতা : প্রযোজ্য নয়।
নাযেরা বিভাগ
সংক্ষিপ্ত পরিচিতি
নুরানী পদ্ধতির অনুসরণে নাযেরা বিভাগ পাঠদানের অনুসরণ করা হয়। জেনারেল বিষয়ে সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের পাঠ্যবই পড়ানো হয়।
এ বিভাগে সর্বনিম্ন ৬-৮ বছর বয়সী ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
এ বিভাগের মেয়াদ সবোর্চ্চ ৩ বছর।
নাযেরা ১ম দুই বৎসরে পূর্ণ নাযেরা শেষ করার পর নাযেরা সমাপনীতে হিফয বিভাগে যাওয়ার জন্য প’¯দতি চলতে
থাকে। যারা উপযুক্ত বিবেচিত হয়, পরবর্তী বছর তারা মূল হিফয বিভাগে যায়। আর যারা বিবেচিত হয় না, তারা
১ম বর্ষে ভর্তি হয়ে পরবর্তী কিতাব বিভাগের জন্য প্রস্ততি গ্র্রহণ করে।
প্রয়োজনীয় তথ্য ও ভর্তির যোগ্যতা
সর্বোচ্চ মেয়াদ : ২-৩ বছর
ভর্তির জন্য নূন্যতম বয়স : ৫ বছর
ভর্তির জন্য সর্বোচ্চ বয়স : ১০ বছর
ভর্তির জন্য যোগ্যতা :
নূরানী কায়দা তথা আরবি অ‣রজ্ঞান থাকতে হবে।
নাযেরা যে বর্ষে ভর্তি হতে ইচ্ছুক সে বর্ষের সংশ্লিষ্ট জেনারেল বিষয়ের উপযুক্ত হতে হবে।
হিফয বিভাগ
সংক্ষিপ্ত পরিচিতি
হিফয বিভাগের শি‣ার্থীরা নাযেরা সমাপনীসহ মোট ৪ বছরে হিফয সম্পন্নের পাশাপাশি জেনারেল বিষয়ে ৫ম শ্রেণি
শেষ করবে এবং ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের’ অধীনে হিফয পরী‣া দিবে।
হিফযের জন্য বর্ণিত সিলেবাস বৎসর কৈন্দ্রিক নয়; বরং মেধার উপর নির্ভরশীল। তবে এ বিভাগের সর্বোচ্চ মেয়াদ
৪ বছর। কারও এর চেয়ে বেশি সময়ের প’য়োজন হলে তার ব্যাপারে পরামর্শভিত্তিক ফায়সালা করা হয়।
হিফয বিভাগের ছাত্রদের জন্য তাজবীদের সাথে উত্তম আওয়াজে নির্ধারিত লাহনে তেলাওয়াতের জন্য দৈনিক কিছু
সময় উস্তাদ কর্তৃক (কখনো প্রসিদ্ধ কোনো কারীর ক্যাসেট থেকে) মশকের তারতীব বাধ্যতামূলক রাখা হয়। প্রতি
বৃহস্পতিবার সকাল ৭.০০টা থেকে ৯.০০টা পর্যন্ত এ বিভাগের শি‣ার্থীদের জন্য তাজবীদসহ মশকের একটি বিশেষ
ক্লাস রয়েছে। যেখানে হিফযের সকল ছাত্রকে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হয়।
“এ কথা স্বতঃসিদ্ধ যে, হিফয বিভাগের একজন ছাত্রকে পূর্ণ সময়টা হিফযের পিছনে ব্যয় করে মনসংযোগ ও
একাগ্রতার সাথে মেহনত করতে হয়। সে ‣েত্রে হিফয করাটাই থাকে তার প্রধান কাজ। অন্যান্য বিষয়গুলো থাকে
প্রসঙ্গিক। এমতাবস্থায় প্রাইমারি স্তরের জেনারেল বিষয়গুলো পরিপূর্ণ আত্মস্থ করা তার জন্য কঠিনসাধ্য ব্যাপার।
তাই বিষয়টি বিবেচনা করে প্রতিদিন অল্প কিছু সময় তাকে জেনারেল বিষয়ের পাঠদান করা হয়। যেন এগুলোর
সাথে পরিচিতি হয়ে ওঠে। ফলে তার মূল হিফয ঠিক রাখতে গিয়ে জেনারেল বিষয়ে কিছুটা দুর্বলতা থাকলেও
পরবর্তী কিতাব বিভাগে ধারাবাহিক মেহনতের মাধ্যমে তা দূর করার চেষ্টা করা হয়।”
প্রয়োজনীয় তথ্য ও ভর্তির যোগ্যতা
সর্বোচ্চ মেয়াদ : ৪ বছর
ভর্তির জন্য নূন্যতম বয়স : ৬-৭ বছর
ভর্তির জন্য সর্বোচ্চ বয়স : ১১ বছর
ভর্তির জন্য যোগ্যতা :
পূর্ণ কুরআনে কারীম শুদ্ধভাবে পড়তে স‣ম হতে হবে।
জেনারেল বিষয়ে নূন্যতম ৩য় শ্রেণির উপযুক্ত হতে হবে।
কিতাব বিভাগ
সংক্ষিপ্ত পরিচিতি
এ বিভাগটি মোট ৫টি স্তরে বিভক্ত :
১. আলমারহাতুল ইবতিদাইয়্যাহ । (১ বছর, সকলের জন্য বাধ্যতামূলক নয়)
২. আলমারহাতুল মুতাওয়াসসিতা। (৩ বছর)
৩. আলমারহাতুস সানাবিয়া। (৪ বছর)
৪. আলমারহালাতুল ‘আলিয়া। (১ বছর)
৫. আলমারহালাতুল আলামিয়া। (২ বছর)
সং‣িপ্ত সিলেবাস (মুতাওয়াসসিতাহ)
ইবতিদাইয়্যাহ (এ'দাদিয়া)
নাযেরা/হিফয শুনানো, উর্দু কায়দা, উর্দু কী পেহলী, তা‘লীমুল ইসলাম-১, ২,
৪র্থ শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল ও সমাজ পরিচিতি।
বি. দ্র. বয়স ও মেধাগত কারণে যারা হিফযের জন্য নির্বাচিত হয়নি, অথবা যাদের জেনারেল বিষয়ে ৪র্থ শ্রেণি
পড়তে হবে, তারা এ শ্রেণিতে ভর্তি হবে। এ শ্রেণিতে ভর্তির জন্য নাযেরা শুদ্ধভাবে পড়ার যোগ্যতা থাকতে হবে।
মুতাওয়াসসিতাহ-১ম বর্ষ
নাযেরা/হিফয শুনানো, নুযহাতুল ক্বারী, উর্দু কায়েদা, উর্দু কী পেহলী, দুসরী, তেসরী, তা‘লীমুল ইসলাম পূর্ণ,
তাইসীরুল মুবতাদী, ফারসি কী পেহলী,
৫ম শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও সমাজ পরিচিতি।
‘গাইরে হাফেয’ অর্থাৎ যারা হাফেয নয় তাদের জন্য পূর্ণ আম্মাপারা মুখস্থ।
মুতাওয়াসসিতাহ-২য় বর্ষ
নাযেরা/হিফয শুনানো, জামালুল কুরআন, তারীখুল ইসলাম, হেকায়াতে লতীফ, কারীমা, পান্দেনামা, এসো আরবী
শিখি-১.২।
৬ষ্ঠ শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান।
(গায়রে হাফেযদের জন্য) পূর্ণ আম্মাপারা ও অতিরিক্ত ৫টি সূরা মুখস্থ।
মুতাওয়াসসিতাহ-৩য় বর্ষ
নাযেরা/হিফয শুনানো, ফাওয়ায়েদে মাক্কিয়্যাহ, বেহেশতী গাওহার, ইলমুস সরফ-১ম-২য়, মীযান, মুনশাইব,
সফওয়াতুল মাসাদির, এসো আরবী শিখি-৩।
৭ম শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান।
যারা হিফয অথবা পূর্ণ নাযেরা শুদ্ধতার সাথে ৫ম শ্রেণি পড়ে আসবে, কিšদ কিতাব বিভাগের ১ম জামাত (তাইসীর)
থেকে পড়তে হবে, তারাও মুতাওয়াসসিতা-১ম বর্ষ থেকে শুরু করবে।
এ‘দাদিয়া (৪র্থ শ্রেণি) থেকে মুতাওয়াসসিতাহ ৩য় বর্ষ (৭ম শ্রেণি) পর্যন্ত হাফেযদের জন্য প’তিদিন ১ পারা শুনানো,
৩ পারা তেলাওয়াত এবং বৃৃহস্পতিবার ৫ পারা শবীনা বাধ্যতামূলক।
মুতাওয়াসসিতার পরবর্তী শিক্ষাস্তরসমূহ
সানাবিয়া আম্মা (১ম বর্ষ) / নাহবেমীর
সানাবিয়া আম্মা (২য় বর্ষ) / হেদায়াতুন্নাহু
সানাবিয়া খাসসা (১ম বর্ষ) / কাফিয়া/শরহে জামী
সানাবিয়া খাসসা (২য় বর্ষ) / শরহে বেকায়া
‘আলিয়া / জালালাইন
আলামিয়া (১ম বর্ষ) / মিশকাত
আলামিয়া (২য় বর্ষ) / দাওরায়ে হাদীস
পুরাতন শিক্ষার্থীদের ভর্তির সময়সূচি
সকল বিভাগের ভর্তির তারিখ
আমাদের ভর্তি দুই সেশনে নেওয়া হয়
১ জানুয়ারী হতে ১০ জানুয়ারী পর্যন্ত
দ্বিতীয় সেশন
১ম তারিখ : (ভর্তি ফি : ২৫০০ টাকা)
২২ শা’বান’ থেকে ২৩ শা’বান’ পযন্ত।
২য় তারিখ : (ভর্তি ফি : টাকা)
৯ শাওয়াল’৩৯ হিজরী মোতাবেক ২৩/২৪ জুন ২০১৮ ঈসায়ি।
পুরাতন শিক্ষার্থীদের ভর্তির সময়সূচি
ভর্তির সময়সূচি
সকাল ৮.০০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা। (বিরতি : দুপুর ১.৩০-২.৩০)
প্রয়োজনীয় তথ্য
ভর্তির সময় চলতি শিক্ষাবর্ষের মাসিক বেতন (রামাযানসহ) পূর্ণ পরিশোধ করতে হবে।
শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি জমা না দিলে ভর্তির সময় জমা দিতে হবে।
ভর্তির সময় পিতাকে আসতে হবে। পিতা মৃত বা প্রবাসী হলে দায়িত্বশীল পুরুষ অভিভাবক আসতে হবে।
জরুরি জ্ঞাতব্য
২৫ শাবান’৩৯ হিজরী মোতাবেক ১২ মে’১৮ ঈসায়ী শনিবার থেকে শি‣া কার্যμম শুরু হবে এবং ভর্তি
সম্পন্নকারী শিক্ষার্থীরা ‘অনুমতিপত্র’ দেখিয়ে ক্লাসে বসবে।

বর্তমান গভর্নিং বডির নামের তালিকা

নাম ক্যাটাগরি পদবী
মাওলানা মাহমুদুল হাসান সালমানী সাহেব মুহতামিম, দুগাছিয়া মাদরাসা উপদেষ্টা
মাওলানা হোসাইন্ আহমাদ জুবাইরী সাহেব নায়েবে মুহতামিম, নারায়ণগঞ্জ উপদেষ্টা
হাফেজ মৌলভী শওকত হোসাইন সাহেব মুহতামিম, গলাকাটা, গফরগাঁও উপদেষ্টা
হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস সাহেব মুহাদ্দিস, ইমাম ও খতিব, ময়মনসিংহ উপদেষ্টা
হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম ইমাম ও খতিব, নয়া পল্টন, ঢাকা উপদেষ্টা

মাশিন্দা শিকারপুর রশিদিয়া দাখিল মাদ্রাসা ইতিহাস

History Photo বিসমিল্লাহির রাহমানির রাহীম । প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা'আলার দরবারে যিনি আমাদেরকে ঐশী শিক্ষা সম্প্রসারনে আধুনিক প্রযুক্তির মহাসড়কে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম (সা) এর উপরে।

More Links

youtube

Contact us

  • Cell: +88 02 76-10166
  • E-Mail:info@msrdm.edu.bd
facebook twitter youtube youtube

© All Rights Reserved by Mashinda Shikarpur Rashidiya Dakhil Madrasa , 2015-2025.

Technical Support:   Finva Soft.